জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : বর্তমান যুগে মানুষ মানুষের জন্য এই কথাটি প্রবাদের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের বিপদে এগিয়ে আসার প্রবনতা বর্তমানে দিন দিন কমে যাচ্ছে। বিশ্বব্যাপী যখন এই পরিস্থিতি বিরাজমান ঠিক সেই সময়ে রাঙ্গুনিয়ার মানুষের সুখেদুঃখে পাশে থাকার প্রয়াসে গঠিত অরাজনৈতিক সংগঠন প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদ, দাম্মাম সৌদিআরব গঠিত হওয়ায় উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। অপরদিকে পুরা রাঙ্গুনিয়াকে নিজ পরিবার ভেবে প্রবাসে নিজ পরিবারের পাশাপাশি মাসিক চাঁদা তুলে গরীব দুখিদের জন্য কিছু করার দৃষ্টান্ত সৃষ্টি করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। প্রকৃত পক্ষে বড় মনের অধিকারীরাই মানুষের পাশে এসে দাঁড়াতে পারে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদ, দাম্মাম সৌদিআরবের উদ্যোগে আয়োজিত প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদের ঈদ পূনমির্লনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি রাঙ্গুনিয়ায় এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণের উচ্চ প্রশংসা করেন।
সংগঠনটির সভাপতি বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এস এম শফিউল আলম, সদস্য মো. নাছের, আবদুল হক, পিয়ারু হোসেন, মো. হুমায়ুন, উপদেষ্টা আব্দুল কুদ্দুছ, মো. আনোয়ার হোসেন।