রাঙ্গুনিয়ায় সমাজসেবক আমিরুজ্জামানের ইন্তেকাল

 পোমরা প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা মালিরহাট এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. আমিরুজ্জামান বৃহস্পতিবার সন্ধায় বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি....... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাপন করা হয়। তিনি নাতি-নাতনী, পুত্র-কন্যাসহ অসংখ্যা শুভাকাংক্ষী মৃত্যুকালে রেখে যান। মো. আমিরুজ্জামান উত্তর পোমরা রহমানীয় মঈনীয়া জমিয়াতুল ফালাহ জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ও পোমরা গ্রামীণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা, আনজুমানে রহমানিয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া সংগঠনের ইউএই শাখার সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মো. আজিমের পিতা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, সিনিয়র সুগ্ন আহবায়ক অধ্যাপক মহসীন, যুবদল আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, জিয়া পরিষদের আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী, পোমরা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরী, খলীপা আব্দুল হামিদ, পোমরা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর, এডভোকেট মোরশেদুর রহমান রোকন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। 

Author:

Facebook Comment