সরফভাটা মডেল স্কুলের অনুষ্ঠানে বক্তারা মান সম্পন্ন শিক্ষার জন্য প্রয়োজন মান সম্মত শিক্ষক ও পরিবেশ


জগলুল হুদা : শুধু বড় বড় অবকাঠামো থাকলে মেধার বিকাশ ঘটানো যায়না। তথ্য প্রযুক্তির এই যুগে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হলে প্রয়োজন মান সম্মত শিক্ষক ও অনুকুল পরিবেশ। এদুটো নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক হবে। অভিভাবকদের ছেলেমেয়েদেরকে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন না থাকলে কোন শিক্ষার্থীই সাফল্য অর্জন করতে পারবেনা। জীবনযুদ্ধে জিততে হলে পড়ালেখার বিকল্প নেই। ছেলেমেয়েরা স্কুল থেকে যাবার পর কাদের সাথে চলাফেরা করতেছে তা অভিভাবকদের খোঁজ রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ার সরফভাটা মডেল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার আলম কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, মঈন উদ্দিন মহির, অধ্যক্ষ নুরুল আবছার, ইউপি সদস্য মোহাম্মদ আলী সওদাগর, আলমগীর হাসান সিকদার, শহীদুল্লাহ তালুকদার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম এয়াকুব, ছাত্রলীগ নেতা রাহুল চৌধুরী ও মো. বেলাল প্রমূখ। 

Author:

Facebook Comment