বেতাগী : বেতাগী রতœাংকুর বিহারে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সাগর বুদ্ধের৩৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার । ১৯৮০ ইং সনের এই দিনে কর্ণফুলী নদীতে পাওয়া হাজার বছরের পুরানো কষ্টিপাথরে অত্যন্ত সুক্ষ কারুকার্যমন্ডিত মহামূল্যবান মূর্তিটি এখন দেশের প্রতœতাত্বিক নিদর্শন। দেশ বিদেশের বহু পর্যটক পূর্ণ্যাথী এই সাগর বুদ্ধ দেখতে বেতাগীতে ছুঠে আসেন। বেতাগী রতœাংকুর বিহারে দুইদিন ব্যাপী প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় থাকছে , ১২সেপ্টেম্বর ভদন্ত নন্দবংশ থেরোর একক ধর্মদেশনা, সমবেত প্রার্থনা,ও রাতে বুদ্ধকীর্ত্তন।
১৩ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকালে জাতীয়ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সাগরবুদ্ধ ও বেতাগী বৌদ্ধসমাজ – ধর্মদেশনা ,ভিক্ষুসংঘের পিন্ডদান ও গ্রামবাসীসহ অতিথিবৃন্দের মধ্যাহ্ভোজন । সভাপতিত্ব করবেন, সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বনশ্রী মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ সুনন্দ মহাথেরো ।
১৩ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকালে জাতীয়ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সাগরবুদ্ধ ও বেতাগী বৌদ্ধসমাজ – ধর্মদেশনা ,ভিক্ষুসংঘের পিন্ডদান ও গ্রামবাসীসহ অতিথিবৃন্দের মধ্যাহ্ভোজন । সভাপতিত্ব করবেন, সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বনশ্রী মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ সুনন্দ মহাথেরো ।