রাঙ্গুনিয়া পৌরসভায় ভিজিএফের চাউল বিতরণ অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ এমপি “আওয়ামীলীগ সরকার গরীব দুঃস্থ বান্ধব”


জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখন গরীব দু্স্থঃ ও এতীমদের পাশে এসে দাঁড়ায়। তাদের কল্যাণে নতুন নতুন প্রকল্প গ্রহণ করে। মৌলিক চাহিদা পূরণে বিশেষ করে চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে আওয়ামীলীগ গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে। যেখানে গরীব, অসহায়, দুঃস্থসহ জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে থাকে। তাই আওয়ামীলীগের নেতৃত্বে সরকার গরীব দুঃস্থ বান্ধব। জনগণের কল্যাণে বহির্বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিতে আওয়ামীলীগ নতুন নতুন প্রকল্প গ্রহণ করে আর বিএনপি-জামাত এসবের বিরুদ্ধে অবস্থান নেয়। তাই দেশ ও জাতীর কল্যাণে বাংলাদেশে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। রবিবার (১১ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া পৌরসভার উদ্যোগে ঈদুল আযাহা উপলক্ষে গরীব, দুঃস্থদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার। পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ কামাল হোসেন, উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন শাহ, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবছার জসিম, লোকমানুল হক তালুকদার, এনাম উদ্দিন আইয়ুব, আসাদুজ্জামান খাঁন, মো. তারেক, মো, সিরাজ, ইয়াছমিন আক্তার, জেসমিন আক্তার, নুর জাহান বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পৌরসভার মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ১৪টি প্রতিষ্ঠানে ২ হাজার ৫০ কেজি চাউল বিতরণ করা হয় বলে জানান।

Author:

Facebook Comment