রাঙ্গুনিয়ায় আইনজীবীর বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি: নিয়ে গেছে ৭ ভরি ¯^র্ণালংকার


রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় এক আইনজীবীর বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের বিভিন্ন ক¶ থেকে ৭ ভরি ¯^র্ণালংকার নিয়ে যায়। চুরির ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম জজ কোর্টের এড্ভোকেট ইকবাল হাছানের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির সদস্যরা প্রতিবেশীর বাড়িতে গেলে চোরের দল কৌশলে বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে। প্রথমে আইনজীবির নিজ ক¶ের আলমিরা খুলে তার স্ত্রীর গলার হার ও হাতের বালা ওজন ৪ ভরি ও আইনজীবির বড় ভাইয়ের স্ত্রীর হার ও কানের দুল ৩ ভরিসহ মোট ৭ ভরি ¯^র্ণালংকার নিয়ে যায়। রোববার রাত ১০ টায় আইনজীবির স্ত্রী আলমিরা খুলে দেখে তার গলার হার ও বালা নেই। পরে পরিবারের অন্য সদস্যদের জানালে তারাও আলমিরা খুলে দেখেন তাদেরও ¯^র্ণালংকার নেই। ধারণা করা হচ্ছে দিনের বেলায় বাড়িতে কেউ না থাকায় চোরের দল কৌশলে ঘরে ঢুকে এসব র্ণালংকার নিয়ে যায়। সোমবার (১২ সেপ্টেম্বর) এড্ভোকেট ইকবাল হাছান বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিয়োগ দায়ের করেছেন। উলে¬খ্য আইজীবি পরিবার ঈদ কাটাতে কয়েকদিন আগে গ্রারে বাড়িতে আসেন।    

Author:

Facebook Comment