রাঙ্গুনিয়ায় পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

রাঙ্গুনিয়ায় পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শনিবার (১৬ জানুয়ারী) রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠতা, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাছির উদ্দিন সেলিম।

মাষ্টার মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল হালীম নঈমী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুর, ফজলুল কাদের চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আমিনুল হক, কেএম আবসার উদ্দিন, ইকবাল হোসেন, জাহেদুল ইসলাম, মকবুল আহমদ, তপন কান্তি দাশ, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, শিক্ষক সুব্রত বিশ্বাস, অঞ্জন দাশ, স্মৃতি কুমার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  পরে মিলাদ ও কিয়াম শেষে মৌলানা কেএম আবছার উদ্দিন দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Read More

অবাধে কাঠ পুড়ছে রাঙ্গুনিয়ার শতাধিক ইটভাটায়

অবাধে কাঠ পুড়ছে রাঙ্গুনিয়ার শতাধিক ইটভাটায়
অবাধে কাঠ পুড়ছে রাঙ্গুনিয়ার শতাধিক ইটভাটায়
জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা : দিনে ৩০ লাখ টাকার কাঠ পুড়ছে রাঙ্গুনিয়া উপজেলার শতাধিক ইটভাটায়। জ্বালানি কাঠ ব্যবসায়ীচক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব কাঠ কেটে জিপে (চাঁদের গাড়ি) করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে প্রকাশ্যে এসব কাঠ নেওয়া হলেও বনবিভাগ ও প্রশাসন নির্বিকার। গত বছরের ১৩ ডিসেম্বর থেকে ৫ দিন ব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে উত্তর রাঙ্গুনিয়ায় ৩০ টি ইঠভাটায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের পরেও পুনরায় বেপরোয়াভাবে ইটভাটাগুলোতে জ্বালানী কাঠ পুড়ানোর মহাউৎসব থেমে নেই। স্থানীয় পরিবেশবাদীরা জানিয়েছেন, রাঙ্গুনিয়ায় বনাঞ্চল উজাড় করে কাঠ পুড়ানোর কারণে উপজেলার সার্বিক পরিবেশ বিষিয়ে উঠছে। এতে ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির দিকে ধাবিতে হচ্ছে এই উপজেলা। অভিলম্বে কাঠ পুড়ানো বন্ধ করা না হলে রাঙ্গুনিয়ায় পরিবেশ রক্ষা করা অসম্ভব হয়ে ওঠবে বলেও এই সময় জানানো হয়। স্থানীয়রা কাঠ পুড়ানো এই মহাউৎসব বন্ধ করার জন্য অচিরেই ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান পরিচালনার জোর দাবী জানিয়েছেন।
অপরদিকে চট্টগ্রাম কাপ্তাই সড়ক, রাঙ্গুনিয়া ডিসি সড়ক, ফেরিঘাট চন্দ্রঘোনা সড়ক, শিলক কালিন্দারানী সড়ক, বেতাগী আমানুল্লাহ সড়ক, মরিয়মনগর চৌমুহুনী ডিসি সড়ক, সরফভাটা মীরেরখীল সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চাঁদের গাড়ি যোগে কাঠ পাচার কালে জন চলাচল মারাত্বক বিঘœ ঘটে। বেপরোয়া গতিতে জ্বালানি কাঠ বহনকারী চাঁদের গাড়ির চলাচলে যেকোন সময় মারাত্বক বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। সড়কে উঠলে এসব জ্বালানি কাঠ বহনকারী গাড়ির অস্বাভাবিক গতির কারণে সড়কের সাধারণ মানুষের চলাচলে আতংঙ্কগ্রস্ত হয়ে পরছে।
৪ জানুয়ারী, সোমবার বিকেলে সরেজমিনে সরফভাটার গোডাউন এলাকায় গিয়ে দেখা যায়, জামাল এক্সপ্রেস নামের একটি জিপে জ্বালানি কাঠ তোলা হচ্ছে। জানতে চাইলে গাড়িচালক মো. সবুর জানান, সরফভাটার পাহাড়ি বনাঞ্চল থেকে আনা এসব কাঠ উত্তর রাঙ্গুনিয়ার ইসলামপুর ইটভাটায় নেওয়া হচ্ছে। একই দিন রাজানগর ইউনিয়নের এবিএম ইটভাটায় গিয়েও জ্বালানি কাঠ পোড়াতে দেখা যায়। জানতে চাইলে ইটভাটার ব্যবস্থাপক নেজাম উদ্দীন বলেন, ‘আমাদের ভাটায় প্রতি মৌসুমে কয়লার বিকল্প হিসেবে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। তবে এবার আগের চাইতে কম জ্বালানি কাঠ পুড়ানো হচ্ছে। বেতাগী কেএমবি ইটভাটার মালিক মো. ফরিদ বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমোদনে আমরা ইটভাটা চালাচ্ছি। চাহিদা অনুযায়ী কয়লা না পাওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পুড়নো হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গুনিয়ার রানীরহাট, ইসলামপুর, রাজানগর, ঠান্ডাছড়ি, হোসনাবাদ, কোদালা, পোমরা, বেতাগী, সরফভাটা ও বাঙ্গালহালিয়া এলাকার অন্তত শতাধিক ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। চন্দ্রঘোনা রাইখালী ফেরি দিয়ে রাজস্থলী ও কাপ্তাই পাল্পউড বাগানের সংরক্ষিত বনাঞ্চল ও রাঙ্গুনিয়া রেঞ্জের খুরুশিয়া দশমাইল এলাকা থেকেও চন্দ্রঘোনা হয়ে হোসনাবাদ নিশ্চিন্তাপুরের নয়টি ইটভাটায় কাঠ পাচার হয়। এ ছাড়া, রাঙ্গুনিয়া রেঞ্জের রানীরহাট, ইসলামপুর, কোদালা, পদুয়া, সরফভাটার চিরিঙা ও পোমরার বন থেকেও কাঠ পাচার হচ্ছে সমানে।
স্থানীয় লোকজন জানান, এভাবে প্রতদিন শতাধিক চাঁদের গাড়ি করে ১৫ লক্ষাধিক টাকার জ্বালানি কাঠ বিভিন্ন ইটভাটায় ঢুকছে। রাঙ্গুনিয়া ছাড়াও পার্শ্ববর্তী কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকেও প্রচুর কাঠ পাচার হয়ে আসছে ভাটাগুলোতে। আর এতে শতাধিক কাঠ ব্যবসায়ী জড়িত। বনবিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে প্রকাশ্যে কাঠ পাচার ও পোড়ানো সম্ভব হতো না বলে তাঁরা মন্তব্য করেন। তাঁদের আশঙ্কা, এভাবে কাঠ পাচার ও পোড়ানো চলতে থাকলে সংশ্লিষ্ট এলাকার বনাঞ্চল অচিরেই বৃক্ষশূন্য হয়ে যাবে এবং এতে পরিবেশ হুমকির মুখে পড়বে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্রে জানা যায়, শতাধিক জ্বালানি কাঠ পাচারকারী ব্যক্তিরা সিন্ডিকেট গঠন করে রাঙ্গুনিয়া ইটভাটাগুলোতে জ্বালানি কাঠ পাচার করছে। ব্যাপক লাভবানে জ্বালানি কাঠ ব্যবসায় হওয়ায় ইট তৈরির তিনমাসের মৌসুমে ব্যাপক অর্থ ভিত্তের মালিক হচ্ছে বলে জানায়। পাশাপাশি রাঙ্গুনিয়ার বন উজাড় করে ন্যাড়া পাহাড়ে পরিণত হচ্ছে। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা তাপস স্বর্ণাল সংরক্ষিত বনাঞ্চলের কাঠ ইটভাটায় যাওয়ার অভিযোগ সম্পর্কে জানান, আমি রাঙ্গুনিয়া রেঞ্জে যোগ দিয়েছি অল্প কিছুদিন হচ্ছে। এসেই কাঠ পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জনান।
Read More

বিক্রি হচ্ছে রাঙ্গুনিয়া রওশন পল্লীর সরকারী বরাদ্দকৃত প্লট!

বিক্রি হচ্ছে রাঙ্গুনিয়া রওশন পল্লীর সরকারী বরাদ্দকৃত প্লট!
বিক্রি হচ্ছে রাঙ্গুনিয়া রওশন পল্লীর সরকারী বরাদ্দকৃত প্লট!

জগলুল হুদা, রাঙ্গুনিয়া:: ২৭ বছরেও বিদ্যুতের আলো
পৌঁছেনি রাঙ্গুনিয়ার বেতাগী রওশন পল্লীতে। ২ জন শিক্ষক দিয়ে চলছে স্কুলের
শিক্ষা কার্যক্রম। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে শতাধিক পরিবারকে।
বেহাল যোগাযোগ ব্যবস্থায় নাজুক অবস্থায় নেমে এসেছে এই গ্রাম। সরেজমিনে গিয়ে
এই চিত্র দেখা গেছে।


জানা গেছে , জাতীয় পার্টির সরকার ক্ষমতা
থাকাকালীন রাঙ্গুনিয়ার ভূমিহীন পরিবারকে পূনর্বাসনে উদ্যোগ গ্রহন করে
সরকার। ১৯৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট পল্লীবন্ধু খ্যাত হোসাইন মোহাম্মদ
এরশাদ এর স্ত্রীর নামে বেতাগী ইউনিয়নে “রওশন পল্লী” নামে আবাসন গড়ে তোলে।
ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করতে ভূমিহীন সমবায় বনায়ন নামে একটি পরীক্ষা
মূলক প্রকল্প চালু করেন বন বিভাগ। তৎকালীন ৮১ পরিবারকে বনায়ন ও থাকার জন্য ৪
একর করে পাহাড় বরাদ্দ দেয়া হয়। ১৯৮৬ সালে প্রকৃত ভূমিহীন যাচাই বাছাই করে
১৯৮৭ সালে রওশন পল্লী নামে প্রকল্পটি উদ্বোধন করা হয়। বর্তমানে এ পল্লীতে ৫
শতাধিক পরিবার রয়েছে। উদ্বোধনের ২৭ বছর কেটে গেলেও নাগরিক সুবিধা দিতে
ব্যর্থ হয়েছে প্রকল্পটি। নাগরিক সুবিধা না থাকায় অনেকে নিজের জমি বিক্রি
করে অন্যত্র চলে গেছেন। লিজকৃত জমি বিক্রি করার অনুমতি না থাকলেও একশ্রেণীর
অসাধু চক্রের খপ্পড়ে পড়ে অনেকে বিত্তশালীর কাছে জায়গা বিক্রি চলে যাচ্ছেন।
২০১১ সালের ২৪ ফেব্রুয়ারী গুনগুনীয়া বেতাগী গ্রামের আনোয়ার খাতুন পোমরা
এলাকার রফিকুল ইসলামের গংয়ের কাছে ৪০ শতক জমি ৪ লক্ষাধিক টাকায় বিক্রি করে
দিয়েছে । এলাকার মো. ছোবহান, মো.নুরুন্নবী , আবু তৈয়ব, আলী আহমদসহ একাধিক
ব্যক্তি তাদের বরাদ্দ পাওয়া জায়গা ষ্ট্যাম্প মুলে বিক্রি করে দেয় অন্যজনের
কাছে। তবে রওশন পল্লী কৃষক, শ্রমিক সমিতির সভাপতি নুুরুল হক এসব অভিযোগ
অস্বীকার করে বলেন, এখানে কোনো প্লট বেচাকেনা হয়নি। বেচাকেনার ভুয়া
কাগজপত্র তৈরি করে সবাইকে বিভ্রান্তি সৃষ্টি করছে।
indfex
রওশন পল্লীর বাসিন্দা খায়রা বেগম (৬১)
জানান, প্রায় ৩ যুগ ধরে বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষ পিছিয়ে আছে। ছেলে
মেয়েদের লেখাপড়া ও প্রাত্যহিক কাজকর্মে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
বিদ্যুতের জন্য বার বার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোন ফল হচ্ছেনা।
এলাকার কৃষক মো. জসিম (৪৭) জানান, যোগাযোগ
ব্যবস্থা অনুন্নত হওয়ায় এখানকার উৎপাদিত ফসল ও শস্য কম দামে বিক্রি করে
দিতে হয়। বর্ষাকালে সড়কে করুন অবস্থার সৃষ্টি হয়। পাহাড়ী বসতঘরে ঝুঁকি নিয়ে
বসবাস করতে হচ্ছে তাদের।
এলাকার মো. করিম (৩৭) জানায়, একটি মাত্র
প্রাথমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষক দিয়ে চলছে ক্লাস। দেড় শতাধিক শিক্ষার্থীদের
পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে। কমে গেছে এলাকার শিক্ষার হার।
জানতে চাইলে পল্লীর সাবেক সভাপতি ও
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মাষ্টার জানান,
গ্রামের কেউ জায়গা বিক্রি করেনি। মানবিক কারনে আতœীয় স্বজনকে হয়ত কেউ কেউ
থাকতে দিয়েছে। প্রফেসর আবদুল আলীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের
বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ৫ জন শিক্ষকের পদে আপাতত ২ জন শিক্ষক ক্লাস
নিচ্ছে। অচিরেই শিক্ষক সংকট কাটবে।
বেতাগী ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন জানান, এলাকায়
বিদ্যুতায়নের প্রক্রিয়া চলছে। বিদ্যালয়ের শিক্ষক সংকট, যোগাযোগ ব্যবস্থা
উন্নয়ন ও বিদ্যুতায়ন সহ নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।


জানতে চাইলে, উপজেলা পরিষদ চেয়ারম্যান
মুহাম্মদ আলী শাহ বলেন, গ্রামটি কার নামে তা দেখার বিষয় নয়। এ পল্লীর
বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কিনা সেটা আগে দেখতে হবে। এলাকার
বিদ্যুৎ সমস্যা,স্কুলের শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে অবহিত করছি।
Read More

রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন – Welcome to Meghnanews21.com
 রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

রাঙ্গুনিয়া সংবাদদাতা: রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব বেতাগী ইউনিয়নের গার্ডবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার (৫ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ আব্দুল শুক্কুরের সভাপতিত্বে ও মো. কায়ছারের পরিচালনায় প্রধান মেহমান ছিলেন দরবারে-এ বেতাগী আস্তানা শরীফের গদিনশীল পীর মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশ্রাফ শাহ্। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। প্রধান ওয়াজেন এর বক্তব্য রাখেন ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আহমদ, বিশেষ বক্তা ছিলেন, কর্ণেল হাট মসজিদে গাউছুল আজম এর খতিব মাওলানা মুহাম্মদ মোক্তার আহমদ রজভী, পোমরা নঈমাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন নঈমী, বেতাগী চাঁন্দারবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবু মুহাম্মদ রজভী, কাউখালী গার্ডবাড়ি জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মুহাম্মদ হাছান আহমদ, কাউখালী ওয়াজিয়া আজিজিয়া হেফজ খানার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন। উদ্ধোধক ছিলেন বেতাগী ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন, স্বাগত বক্তব্য রাখেন গার্ডবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আনোয়ার মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউপি সদস্য সৈয়দ মুহাম্মদ আবুল মনছুর, গার্ডবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়েজ আহমদ মাষ্টার, সহ সভাপতি মো. কামাল উদ্দিন, উপদেষ্টা মো. ইলিয়াছ প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – Welcome to Meghnanews21.com
রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : সোমবার (৪ জানুয়ারী) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙ্গুনিয়া কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালী শোভাযাত্রার আয়োজন করে। রাঙ্গুনিয়া ছাত্রলীগ সভাপতি মো. নাছের এর নেতৃত্বে র‌্যালীটি রাঙ্গুনিয়া কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় কলেজ প্রাঙ্গনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থীরা। এছাড়াও রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে। সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সরফভাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল ইসলাম সরফি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অপর এক আলোচনা সভা ইউনিয়নের সহ সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সারেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির একান্ত সহকারী ও উপজেলা আওয়ামীলীগ নেতা এনাতুর রহিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বি কে চৌধুরি লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা সৈনিকলীগ সভাপতি খোরশেদ আলম সুজন, মাষ্টার বিমল কান্তি শীল, যুবলীগ নেতা হাসান মুরাদ, মো. দেলোয়ার, ছাত্রলীগ নেতা মো. ইমন, ওসমান গণি, মো. সাগর, মো. জিহাদ, মো. মিজান, মো. ওবাদোল্লাহ, মো. টিপু, মো. রাকিব, মো. সোহেল প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় প্রার্র্থীদের মধ্যে হাতাহাতি গুলিবিনিময়, ব্যালট বাক্স ছিনতাই: এক প্রার্থীর ২ বছরের সাজা

রাঙ্গুনিয়ায় প্রার্র্থীদের মধ্যে হাতাহাতি গুলিবিনিময়, ব্যালট বাক্স ছিনতাই: এক প্রার্থীর ২ বছরের সাজা
রাঙ্গুনিয়ায় প্রার্র্থীদের মধ্যে হাতাহাতি গুলিবিনিময়, ব্যালট বাক্স ছিনতাই: এক প্রার্থীর ২ বছরের সাজা
জগলুল হুদা, রাঙ্গুনিয়া:: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাতাহাতি, গুলি বিনিময় ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীর ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। ১ নং ওয়ার্ড নোয়াগাঁও ও ৬ নং ওয়ার্ড রাঙ্গুনিয়া গ্রামে দুই প্রার্থীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয় এতে ৪ জন আহত হয়।
স্থানীয়রা জানায়, দুপুর ১ টায় ৬ নং ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রাম এলাকার মজুমদারখীল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালটে সিল মারা নিয়ে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থী মো. হারুন (উটপাখি) ও আসাদ খাঁন (পাঞ্জাবী) এর মধ্যে সংঘর্ষও গুলি বিনিময় তবে এতে ২ জন আহত হয়। পরে দুই কাউন্সিলর প্রার্থী মজুমদারখীল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকলে প্রার্থী মো. হারুন ভোট কক্ষ থেকে ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় কেন্দ্রে থাকা পুলিশ তাকে ধরে ফেলে।
রাঙ্গুনিয়া থানার এস আই মো. আরমান জানান, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নিশাদুজ্জামান ২ বছরের সাজা দেয়।
এদিকে বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ(ধানের শীষ) প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনিয়ম, এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন স্থগিত ও পুন: নির্বাচনের আবেদন দেন। ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুর রহমান জামী (মোমবাতি) অনিয়ম, মেয়রের ব্যালট পেপার নিয়ে কেড়ে নিয়ে সিল মারা, ভোট কারচুপি কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ করে প্রেস বিফিং করেন। আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান সিকদার সব অভিযোগে উড়িয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে দাবি করেন। ৮ বর্গ কিলোমিটারের রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪ শত ৮৯ । এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫ শত ৯০ । মহিলা ভোটার ১০ হাজার ৮ শত ৯৯ জন। কেন্দ্র ১১ টি । সাধারন ওয়ার্ড ৯টি , সংরক্ষিত ৩টি । ভোট কক্ষ ৬৯ টি ।
Read More

রাঙ্গুনিয়ায় জয়ী হয়েছেন আ’লীগের শাহজাহান

রাঙ্গুনিয়ায় জয়ী হয়েছেন আ’লীগের শাহজাহান
রাঙ্গুনিয়ায় জয়ী হয়েছেন আ’লীগের শাহজাহান
রাঙ্গুনিয়া:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় আওয়ামী লীগের মো.শাহজাহান সিকদার নৌকা প্রতীকে ১২ হাজার ৯৮৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ হেলাল উদ্দিন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৫৮ ভোট।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আওয়ামী লীগের শাহজাহান সিকদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, নির্বাচনের ফলাফলে ইসলামী ফ্রন্টের আবদুর রহামান জামি মোমবাতি প্রতীকে পেয়েছেন ৪৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেল হক নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট।
নির্বাচনে মোট ১৬ হাজার ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে
Read More

রাঙ্গুনিয়ায় মহিলা কাউন্সিলর পদে জেসমিন, ইয়াছমিন ও নুরজাহান বিজয়ী

রাঙ্গুনিয়ায় মহিলা কাউন্সিলর পদে জেসমিন, ইয়াছমিন ও নুরজাহান বিজয়ী
রাঙ্গুনিয়ায় মহিলা কাউন্সিলর পদে জেসমিন, ইয়াছমিন ও নুরজাহান বিজয়ী
রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১,২, ৩ নং ওয়ার্ডের জেসমিন আকতার(কাঁচি) ১৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মঞ্জুরা বেগম (মৗমাছি) প্রাপ্ত ভোট ১৩৬৪। ৫,৬,৭ নং ওয়ার্ডে ইয়াছমিন আকতার (কাঁচি) ২২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নিলু আকতার ১৪০০ ভোট। ৪,৮,৯ ওয়ার্ডে নুরজাহান বেগম (মৌমাছি) ২৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন নাসিমা আকতার (কাঁচি) ১৫৫৫ ভোট।
Read More

রাঙ্গুনিয়ায় নৌকার বিজয়, ৯ কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত

রাঙ্গুনিয়ায় নৌকার বিজয়, ৯ কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত
রাঙ্গুনিয়ায় নৌকার বিজয়, ৯ কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে শাহজাহান সিকদার নৌকা প্রতীকে ১২ হাজার ৯শ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র হেলাল উদ্দিন শাহ’র প্রাপ্ত ভোট ২১৫৮। এছাড়া ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা আবদুর রহমান জামী (মোমবাতি) পেয়েছেন ৪৯১ ও স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হকের(নারিকেল গাছ) প্রাপ্ত ভোট ৮৭। ভোট কাস্ট হয়েছেন ১৬ হাজার ১ শত ২৭ ভোট। বাতিল ৪০৪ , বৈধ ভোট ১৫ হাজার ৭ শত ২৩ ভোট। ভোটের শতকরা হার ৭১.৭১%।
কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে আওয়ামী লীগের সব প্রার্থীই বিজয়ী হয়েছেন। তারা হলেন ১ নং ওয়ার্ডের জালাল উদ্দিন(উট পাখি) ১১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনোয়ার আহম্মেদ ( টেবিল ল্যাম্প) ভোট পেয়ে পেয়েছেন ২২৫। ২ নং ওয়ার্ডে নুরুল আবছার জসিম (টেবিল ল্যম্প) নিকটতম প্রতিদ্বন্ধী মো. নাছের (পাঞ্জাবী) এর প্রাপ্ত ভোট ৩৬১। ৩ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম( ব্ল্যাকবোর্ড) ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মাহাবুব আলম(টেবিল ল্যাম্প) ৪০১ ভোট। ৪ নংওয়ার্ডে মো. নজরুল ইসলাম (পাঞ্জাবী) ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প) ৫৩২ ভোট। ৫ নং ওয়ার্ডে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. সেলিম(ব্রীজ), তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আবদুল শুক্কুর(উট পাখি) ৩৮৫ ভোট। ৬ নংওয়ার্ডে ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান(পাঞ্জাবী)। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. হারুন( উটপাখি) ভোট পেয়েছেন ৩৫৭। ৭ নং ওয়ার্ডে ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারেকুল ইসলাম চৌধুরী(পাঞ্জাবী)। নিকটতম প্রতিদ্বন্ধী সোলেমান চৌধুরীর (ব্ল্যাক বোর্ড) প্রাপ্ত ভোট ৪৪২। ৮ নংওয়ার্ডে ১০২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এনাম উদ্দিন আইয়ুব(পাঞ্জাবী)। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আশিষ বড়–য়ার(উটপাখি) প্রাপ্ত ভোট ৭৩৮। ৯ নংওয়ার্ডে লোকমানুল হক তালুকদার (উটপাখি)৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন জসিম উদ্দিন(টেবিল ল্যাম্প) ভোট পেয়েছেন ৬৯৩।
Read More

রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কে পর্যটকদের উপচে পড়া ভীড়

রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কে পর্যটকদের উপচে পড়া ভীড়
রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কে পর্যটকদের উপচে পড়া ভীড়
জগলুল হুদা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দেশের প্রথম পক্ষীশালা শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কে নববর্ষকে ঘিরে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কে ছিল পর্যটকদের উপচে পড়া ভীড়।
নববর্ষের আনন্দকে প্রিয়জন ও পরিবার নিয়ে উপভোগ করতে ছুটে আসে এ্যাভিয়ারি পার্কে। চট্টগ্রাম জেলাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গাড়ীর বহর নিয়ে পার্কের অভ্যর্থনা ফটকে ভীড় করে। শহরের ব্যস্ততা ছেড়ে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে আনন্দ উচ্ছ্বাসে নিজেকে মাতাতে ছুটে আসে শিশু, তরুন তরুনীসহ বিভিন্ন বয়সের পর্যটকরা। পর্যটকদের কোলাহলে মোখর হল শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কের বিভিন্ন স্পট। সকাল থেকে দলে দলে পার্কের বিভিন্ন স্পটে পর্যটকদের সরব উপস্থিতিতে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায়। আগামী ৪ জানুয়ারী সোমবার পুনরায় পার্কের অন্যতম আকর্ষন দীর্ঘতম ক্যাবল কার চালু করা হবে বলে জানান পার্ক কর্তৃপক্ষ।
পার্কের প্রবেশ মুখে অর্ভ্যথনার দায়িত্বে থাকা মোহাম্মদ আক্তার হোসেন জানান, অন্যান্য দিনের চেয়ে পার্কে পর্যটকদের ভীর ছিল চোখে পরার মত। অভ্যর্থনা ফটকে প্রবেশের টিকেট সংগ্রহ করার জন্য রীতিমত ভীর লেগে যায়। সকাল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন বয়সের পর্যটকদের উপস্থিতিতে পুরো পার্ক আনন্দ মুখর হয়ে উঠে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শেখ রাসেল এ্যভিয়ারি পার্ক দেখতে আসা শিক্ষার্থী মাহমুদা সুলতানা জানান, শহরের ব্যস্ততা ছেড়ে একটু নিজেকে হালকা করার জন্য এখানে ছুটে আসা। পার্কের প্রাকৃতিক সুন্দর্যে নিজেকে মুগ্ধ করেছে। পার্কের নানা জাতের পাখির কিচিরমিচির ময়ুরের নাচানাচি দৃষ্টিনন্দন প্রাকৃতিক সুন্দর্যে গড়ে ওঠা পার্কের বিভিন্ন স্পট খুবই আকর্ষনীয় ছিল।
চন্দ্রঘোনা শেখ রাসেল এ্যাভিয়ারী পার্কের ইনচার্জ অভিজিৎ কুমার বড়ুয়া জানান, নতুন বছরের প্রথম দিনে পর্যটকদের উপচে পড়া ভীড় ছিল। আগামী ৪ জানুয়ারী পুনরায় ক্যাবল কার চালু করা হবে।
Read More

রাঙ্গুনিয়ায় গরু চুরির ঘটনায় যুবকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়ায় গরু চুরির ঘটনায় যুবকের রহস্যজনক মৃত্যু
রাঙ্গুনিয়ায় গরু চুরির ঘটনায় যুবকের রহস্যজনক মৃত্যু
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় গরু চুরির ঘটনা নিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোয়াজার হাট রাঙ্গুনিয়া ক্লাবের অফিস কক্ষ থেকে নিহত যুবকরে লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার পিতা তাকে মেরে ফেলানো হয়েছে বলে দাবি করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে নানা ধুম্রজাল সৃষ্টি হয়।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অপমৃত্যু মামলা হলেও পোষ্টমর্টেমের পর বিষয়টি হত্যা না আত্নহত্যা জানা যাবে বলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার রোয়াজারহাটে গরু বিক্রি করতে আসে পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া গ্রামের আবদুল করিমের পুত্র আলমগীর(২০)। দাম অনুযায়ী গরুর সঠিক মূল্যে না দেয়ায় স্থানীয় বাজার ব্যবসায়ীদের সন্দেহ হলে বাজার ইজারাদার আকবর শাহ চৌধুরীর কাছে নিয়ে আসে। ইজারাদার গরুসহ স্থানীয় বাজার কেয়ারটেকার মোবারককে রাঙ্গুনিয়া ক্লাবের একটি কক্ষে আটক রাখার নির্দেশ প্রদান করেন তিনি চলে যান। ইতিমধ্যে চুরি হওয়া গরুর মালিক একই গ্রামের গরুর মালিক দাবি করে উদয়ন বড়ুয়া ইজারাদারকে ফোন করে। ইজারাদার গরুর বাছুরসহ নিয়ে এসে প্রমান করার জন্য বলে। বিকাল ৪ টায় স্থানীয় কয়েকজন বালক খেলাধুলা করতে গেলে জানালা দিয়ে আলমগীরের ঝুলন্ত লাশ দেখতে পায়। তারা দ্রুত বিষয়টি বাজার ইজারাদারকে জানালে বাজার ইজারাদার ক্লাবে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে রাঙ্গুনিয়া থানার এস.আই বাপ্পীকে মুঠোফোনে ঘটনাটি জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। কৌশলে দরজা খুলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশ ময়না তদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
নিহত আলমগীরের পিতা আবদুল করিম জানান, গরু চুরির সাথে আমার ছেলে জড়িত নেই। সে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তাকে মেরে ফেলা হয়েছে বলে মামলা করবে তিনি জানান।
পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, গরু চুরির ঘটনার বিষয়ে আমি জেনেছি। গরু বিক্রি করতে এসে সে ধরা পড়ে। মৃত্যুর বিষয়ে তিনি স্থানীয় বাজারে এসে শুনেছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার এস.আই মো. রাশেদ জানান, গলায় ফাঁসির চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় পায়। পরে জানালা দিয়ে বাঁশ ঠেকিয়ে হুক খুলে লাশ উদ্ধার করি। ধারনা করা হচ্ছে অপমান সইতে না পেরে তিনি আত্নহত্যা করেছেন।
Read More