রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত এখন পুলিশের গোয়েন্দা শাখায়

রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত  এখন পুলিশের গোয়েন্দা শাখায়

রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত  এখন পুলিশের গোয়েন্দা শাখায়

আব্বাস হোসাইন আফতাব ও জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চাঞ্চল্যকর কিশোরী ধর্ষন মামলার তদন্ত ভার রাঙ্গুনিয়া থানা হতে চট্টগ্রামের পুলিশের গোয়েন্দা শাখায় (ডিভি) হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত নয়টায় পুলিশের গোয়েন্দা শাখার ওসি বদিউজ্জামান কে মামলার প্রয়োজনীয় কাগজ পত্র সহ অভিযুক্ত শাহ আলমকে রাঙ্গুনিয়া থানা হতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার এস. আই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা আব্দুর রশিদ।

এই ব্যাপারে মামলার প্রথম তদন্তকারী অফিসার এস.আই আব্দুর রশিদ জানান চট্টগ্রামের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয়েছে। রিমান্ডের প্রথম দিনের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এই বিষয়টি মামলার তদন্তের স্বার্থে জানানো সম্ভব নয় বলে জানান।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার ওসি বদিউজ্জামান মামলার তদন্ত ভার  হস্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,মামলাটির তদন্তভার হাতে পেয়েছি। তদন্তের পর বিষয়টির রহস্য উদঘাটন হবে।
Read More

আমার এমন এক সময় ছিলো চিনতাম না কিছু চার দেয়ালের গন্ডির বাহির কোন পথ।

আমার এমন এক সময় ছিলো চিনতাম না কিছু চার দেয়ালের গন্ডির বাহির কোন পথ।


আমার এমন এক সময় ছিলো চিনতাম না কিছু চার দেয়ালের গন্ডির বাহির কোন পথ। শৈশবের বাল্য বন্ধুরাই আমার একমাত্র জীবন চলার সাথী। মায়ের মমতা বাবার স্নেহ প্রতিবেশির কোলাহল মুগ্ধ করতো আমাকে।ভার্চ্যুয়াল জগত বলতে আমি তেমন পরিচিত ছিলাম না। ২০১২ সালের কথা তথা আমি একটি হাতে ফোন পাই, সাথে একটি সিম কিন্তু বাদ যায়নি। যথাযথ ভাবে আমি তখন কোন এক বড় ভাইয়ের মুখে ইন্টারনে নামক শব্দটি সাথে পরিচিত হই। তখন থেকে আমার মনের ভিতরে নানা ধরনের প্রশ্নের দানা বাধতে শুরু করেছে, আসলে এইটা কি?

আস্তে আস্তে কোনো এক বড় ভাইয়ের সহয়তায় ফেসবুক একাউন্ট খুলে নিয়। তারপরে থেকে ফেসবুকে আমার পথ চলা শুরু। ধীরে ধীরে আমি ফেসবুকের প্রতি চরম আসক্ত হয়ে গেলাম। তখন আমার নিদ্রা, ঘুম, খেলা ধুলা সব কিছু দিন দিন ভুলতে বসলাম। যা আমার জীবনে এক ধরনের বিরুপ প্রভাব ফেলতে লাগল। তখন আমার বয়স সবে মাত্র ১৪ ছুঁই ছুঁই। যদিও আমি ইন্টারনেট চালানোর তেমন উপযোগী ছিলাম না। কিন্তু এই ফেসবুকের উপর আসক্ত হওয়ায় ছাড়তেও পারছিলাম না। আমি কখনো ঠিক মত খেতে পারতাম না, গভীর রাতে ঘুমাতে হত। এটি মহামারী রোগের মত আমার জীবনে বিরুপ প্রভাব পড়তে লাগল। কখনো ঘরের বাইরে যেতাম না, বেশিক্ষন সময় কম্পিউটার এবং মোবাইলের পিছনে ব্যয় করতাম, গেমস খেলতে খেলতে আমার সময় পেরিয়ে যেত। যার কারণে কখনো নিজের প্রতি, আস্তে আস্তে কন্ট্রোল হারিয়ে ফেলতে লাগলাম। 

বেশিক্ষন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে আমার চোখ দিয়ে পানি বের হতো, এবং চোখে অনেক ক্ষতির সম্মুক্ষিন হতে হয়। আর এই কারণে প্রত্যেকটি সচেতন বাবা মায়ের উচিত কম বয়সি ছেলে-মেয়েদের হাতে মোবাইল না দেওয়া। এটি হয়ত তার সময় লেখা পড়া, এমনকি কলম কালির বিদ্যা থেকে সে বঞ্চিত হতে পারে। এখন প্রত্যেকটি তরুণ-তরুণি প্রযুক্তির ব্যাবহারের প্রতি আকৃষ্ট। এতে সে বাস্তবতা হতে বঞ্চিত হচ্ছে। নিজেকে হারিয়ে ফেলছে, বিভিন্ন অপরাধ/অপকর্ম ইত্যাদির দিকে।প্রত্যেকটি তরুণ-তরুণির উপর মহামারী আকারে ইন্টারনেট ঝুকছে, এতে তারা নিজের থেকে ইন্টারনেট এর উপরে বেশি প্রভাব ফেলছে। এবং টাকা পয়সার জন্যেও ঝুকছে, বিভিন্ন সাইবার অপারাধে। আমি চাই আমার মতো যাতে আর কেউ এই পথে পা না বাড়ায়।

------ রাজশাহীর বাঘা থানা চন্ডিপুর বড়ছয়ঘটি গ্রাম থেকে আবু সাইদ

Read More

দুবায়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

দুবায়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

জগলুল হুদা,নিজস্ব প্রতিবেদক:: দুবাই আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার (১৭ মে) সন্ধায় দুবায়ের কে.জি.এন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। দুবাই আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও দুবাই আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে সভাপতি আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সৈয়দ খুরশেদ আলম ও মো. হানিফ, নজরুল ইসলাম টিপু প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন চৌধুরী, শাখরিয়ার হোসেন শাহেদ, ইয়াছিন সুজাত, দিদারুল ইসলাম নোটন, মো.সোহেল , মো.বাবুল , মো. সোহেল, মো. দিপু, মো.জাবেদ প্রমুখ। বক্তরা তাদের স্ব স্ব বক্তব্যে বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আর মধ্যে দিয়ে দেশে জনগণের শাসন কায়েম হয়েছে। দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।


Read More

রাঙ্গুনিয়ার যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে নতুন মাইলফলক কালুরঘাট ভান্ডালজুড়ি চরণদ্বীপ সড়ক-ড.হাছান মাহামুদ

রাঙ্গুনিয়ার যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে নতুন মাইলফলক কালুরঘাট ভান্ডালজুড়ি চরণদ্বীপ সড়ক-ড.হাছান মাহামুদ


iv½ywbqvi ‡hvMv‡hvM I Dbœq‡bi ‡ÿ‡Î bZzb gvBjdjK- W.nvQvb gvngy`

RMjyj û`v, iv½ywbqv cÖwZwbwa : iv½ywbqvi mv‡_ ‡evqvjLvjx Dc‡Rjvi KvjyiNvU-fvÛvjRywo PiYØxc moK `yB Dc‡Rjvi e¨emv-evwYR¨, moK ‡hvMv‡hvM, A_©‰bwZK mn mvwe©K Dbœqb ‡¶‡Î bZzb gvBj djK iwPZ n‡e| W. nvQvb gvngy` Ggwc MZKvj kwbevi (16 ‡g) we‡K‡j 16‡KvwU UvKv e¨‡q iv½ywbqvi midfvUvi mv‡_ ‡evqvjLvjxi fvÛvjRywo KvjyiNvU mo‡Ki wbg©vY Kv‡Ri D‡Øvab ‡k‡l midfvUv gx‡iiLxj evRv‡i BDwbqb AvIqvgxjxM Av‡qvwRZ Rbmfvq cÖavb AwZw_i e³‡e¨ G K_v e‡jb| Gmgq wZwb AviI e‡jb eZ©gvb miKvi weMZ mv‡o Qq eQ‡i iv½ywbqvq cÖvq ‡`o nvRvi ‡KvwU UvKvi Dbœqb KvR K‡i‡Q| we`y¨Zvqb Kiv n‡q‡Q iv½yywbqvi cÖvq PviÕk wK‡jvwgUvi GjvKv| GQvovI ïaygvÎ midfvUv GjvKvq KY©dywj b`xi fv½b cÖwZ‡iv‡a Gch©šÍ  cÖvq `k ‡KvwU UvKv eivÏ cÖ`vb Kiv n‡q‡Q| GLb ïiæ n‡”Q cvk¦©eZ©x Dc‡Rjv ¸‡jvi mv‡_ DbœZ ‡hvMv‡hvM e¨e¯’v Dbœq‡bi KvR| GiB Ask wn‡m‡e PÆMÖvg kn‡ii mv‡_ weKí GB ‡hvMv‡hvM e¨e¯’vi Kv‡R nvZ †`Iqv n‡q‡Q| GwU D‡¤§vwPZ n‡j `yB Dc‡Rjvi gvby‡li RxebhvÎvi †ÿ‡Î ˆecøweK Dbœqb mvwaZ n‡e| Gi gva¨‡g mn‡R `w¶Y iv½ywbqv ‡_‡K Drcvw`Z wewfbœ K…wlRvZ `ªe¨ kn‡i ‡cŠuQv‡bv hv‡e ¯^í Li‡P| Gmgq wZwb AviI Rvbvb weMZ mg‡q Bmjv‡gi ‡`vnvq w`‡q iv½ywbqv ‡_‡K ‡fvU wb‡q hviv wb‡R‡`i e¨emv-evwYR¨ wVwK‡q ‡i‡LwQ‡jb Zviv iv½ywbqvi Dbœq‡b ‡Kvb fywgKv iv‡Lbwb| ‡Kv_vI GKwU gmwR` wbg©vY K‡i‡Qb Ggb bwRi ‡bB Zv‡`i| A_P eZ©gvb miKv‡ii mg‡q iv½ywbqvq 15wU bZyb gmwR` wbg©vY Kiv n‡q‡Q| Avi Gfv‡eB ‡`‡ki Dbœq‡bi Pjgvb AMÖhvÎvq iv½ywbqv Zvj wgwj‡q GwM‡q hv‡e|
BDwbqb AvIqvgxjx‡Mi mfvcwZ gvóvi Ave`y iD‡di mfvcwZ‡Z¡ I mvavib m¤úv`K kvgmyj Bmjv‡gi mÂvjbvq Rbmfvq we‡kl AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb ‡eŠ× ag©xq Kj¨vb U«v‡÷i fvBm ‡Pqvig¨vb ¯^Rb Kygvi ZvjyK`vi, DËi ‡Rjv AvIqvgxjxM ‡bZv AvjnvR¡ kvnRvnvb wmK`vi, Dc‡Rjv ‡Pqvig¨vb gynv¤§` Avjx kvn&, Kvgiæj Bmjvg †PŠayix, Bw`ªP AvRMi, kwdKzj Bmjvg, AvKZvi †nv‡mb Lvb, midfvUv BDwc †Pqvig¨vb gywReyj Bmjvg miwd, BwÄwbqvi kvgmyj Avjg, Gbv‡qZzi iwng, †kL dwi` †PŠayix, wbRvg DwÏb ev`kv, KvDwÝji †gv.‡mwjg, nvwjg ZvjyK`vi, Avãyj KvBqyg ZvjyK`vi, we.‡K †PŠayix wjUb, Avey Zv‡ni, Gnvmvb nvexe, bvwQi DwÏb, Avey ˆZqe wmÏxKx, BDmyd ivRy, cvi‡fR Zzwnb cÖgyL|  

Read More

মাহে রমজানের আগমন ও আমাদের প্রস্তুতি

মাহে রমজানের আগমন ও আমাদের প্রস্তুতি



মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন

বছর পরিক্রমায় আবার আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে মহিমান্বিত রমজান মাসআরবী চন্দ্র বছরের নবম মাস হলো এই মাহে রমজান এটি মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস সহস্র রাতের চাইতে উত্তম একটি রাতের মাস সুদকে কিয়ামত পর্যন্ত হারাম করার মাস বদর খন্দক যুদ্ধের এবং মক্কা বিজয়ের মাস হলো এই পবিত্র রমজান মাস এত ঘটনাবহুল সৌভাগ্য মন্ডিত মাসকে স্বাগত জানানো আমাদের ঈমানি দায়িত্ব এই মাসকে বরণ করার জন্য আমাদের উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করা দরকার আমরা সাধারণত বাড়িতে কোন মেহমান আসার আগে তার জন্য প্রস্তুতি গ্রহণ করি, তার সম্মানার্থে যা যা করা দরকার তার সবটুকু ব্যবস্থা করার নিমিত্তে ব্যতিব্যস্ত হয়ে পড়ি অথচ বছরের শ্রেষ্ঠতম মাস, রহমত-মাগফেরাত-নাজাতের মাসকে বরণ করার জন্য আমরা কী সেভাবে প্রস্তুত? বাড়ির মেহমান কে যদি উপযুক্ত সম্মান না দিলে আমাদের মান সম্মানের ক্ষতি হয়, মেহমানের নিকট আমাদের মুখ নিচু হয়ে যায় তাহলে ভেবে দেখা দরকার রমজানুল মোবারকের মতো এরকম সর্বোত্তম একটি মাসের ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি তাহলে মাস মহান আল্লাহর দরবারে আমাদের নামে নালিশ করতে পারে ফলশ্রুতিতে আমরা রোজ হাশরের দিনে আল্লাহর দরবারে ধরাশায়ী হবো

রমজান এমন এক আকাংখিত মাস যার আগমনে সমগ্র মুসলিম জাহান নব উদ্যোমে জেগে উঠে বিচিত্র ধরনের আনন্দের পোয়াঁরা বয়ে যায় আসমান জমিনে সৃষ্টি জগৎ ভরে উঠে রহমতের ল্গুধারায় প্রিয় নবী সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লাম রমজানের আগমনি বার্তা দিয়েছেন এভাবে-“রমজানের প্রথম রাত যখন আগমন করে শয়তান এবং অবাধ্য জ্বিনদের শৃংখলিত করা হয় এবং জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয়, উন্মুক্ত থাকেনা কোন দ্বার, খুলে দেয়া হয় জান্নাতের সবগুলি দরজা, বন্ধ থাকেনা একটিও এদিকে একজন ঘোষক ঘোষনা করেন, হে পূণ্য প্রার্থী নিকটবর্তী হও, হে মন্দ পথ যাত্রী থেমে যাও আবার অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন আর এমনটি রমজানের প্রতি রাতেই চলমান থাকে(তিরমিযি, হাদীস নং-৬৮২)
আল্লাহর প্রিয় হাবীব নবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে থেকেই রমজানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন আর সম্মানিত সাহাবায়ে কেরামগণকে নিয়ে রমজানের বিভিন্ন ফযিলতের কথা বর্ণনা করতেন শাবান মাস আসলে বেশি বেশি নফল ইবাদত এবং রোজা রেখে মাহে রমজানের জন্য প্রস্তুত হওয়ার শিক্ষা দিয়েছেন সৃষ্টি জাহানের শ্রেষ্ঠতম শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লামআরবী সনের সপ্তম মাস অর্থ্যাৎ রজব মাস থেকে রমজানের বিশেষ প্রস্তুতির কথা আমরা দেখতে পাই প্রিয় নবীর (সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লাম) জীবন চরিত থেকে হাদীস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসুল রজব মাসে এভাবে দোয়া করতেন- "হে আল্লাহ! আপনি আমাদের রজব ও শাবান মাসের বিশেষ বরকত দান করুন এবং আমাদের রমযান পর্যন্ত পৌঁছিয়ে দিন” (মুসনাদে আহমাদ) আমাদেরও উচিত রমজানের মহা মূল্যবান দিনগুলির জন্য রজব মাস থেকে প্রস্তুতি গ্রহন করা কারন রমজান এমন একটি মাস যে মাসে একজন মুসলমান তার অতীত জীবনের সমস্ত পাপ পঙ্খিলতাকে মুছন করে হয়ে উঠতে পারে একজন প্রকৃত মুমিন ধৈর্য্য, সংযম, সহনশীলতা, শৃংখলাবোধ, দানশীলতা, ন্যায়পরায়নতা সাম্যের এক মহামিলনের মাস পবিত্র রমজানুল মোবারকএটি শুধু একটি মাস নয় বলা চলে সারা বছরের Power House. কেননা প্রত্যেক মুসলমান রমজান মাসে ইবাদতের মাধ্যমে সারা বছরের পাথেয় যোগাড় করতে পারে মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের অন্তরে যে তাকওয়ার বীজ বপন করা হয় তা ধীরে ধীরে মহিরুহে পরিণত হয়ে আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার পথ দেখায় এবং মানুষ ধীরে ধীরে সমস্ত পাপাচার ছেড়ে মহান আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে যায় কেননা রমজান আল্লাহর মাস এবং রোযাদারদের প্রতিদান আল্লাহ নিজে দেবেন বলে ঘোষনা করেছেন সাহল ইবনে সাআদ (রাঃ) হতে বর্ণিত রাসুল সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন- “জান্নাতের আটটি দরজা আছে তার মধ্যে রাইয়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেনা (বুখারী, হাদীস নং-৩২৫৭)

সুতরাং আত্নশুদ্ধির মাসকে অতি সমাদরের সাথে বরণ করা আমাদের একান্ত ঈমানি দায়িত্ব সম্মানিত মহিমান্বিত মাসের যদি উপযুক্ত সম্মান আমরা দিতে না পারি তাহলে তা হবে আমাদের জন্য অত্যন্ত দূর্ভাগ্যের ব্যাপার আমাদের উচিত হবে রমজানের শিক্ষাকে হৃদয়ঙ্গম করার জন্য রজব মাস থেকে নিজেদের কে প্রস্তুত করা যাতে করে আমরা আসন্ন রমজানকে ধারন করতে পারি এবং উপযুক্ত সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ এবং প্রিয় রাসুল সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লামের নৈকট্য লাভ করে ইহকালিন শান্তি পরকালিন মুক্তির পথকে সুগম করতে পারি হে আল্লাহ! আমাদের সকলকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহন করার তওফিক দান করুন আমিন

লেখক: কলামিষ্ট ও সংগঠক

Read More