রাঙ্গুনিয়ায় ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত


জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া পৌরসভা ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ইছাখালী রহমানীয়া ইউনুছিয়া মাদ্রাসা মাঠে ইসলামী মহা সম্মেলন বৃহস্পতিবার (১৫ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আল্লামা আবদুল বাসেত খাঁন সিরাজি।

বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী আল-জামেয়াতুল কুরআনিয়া দারুস সুফফাহ'র প্রতিষ্ঠাতা পরিচালক মুফ্তি সিরাজ উল্লাহ আল-মাদানী, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নো'মান জাহাঙ্গীর, ক্বাজী আকতার হোছাইন, আল্লামা হাফেজ হোছাইন, আবদুস সত্তার, জামেয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জাফর সাদেক প্রমুখ।

ইসলামে ঐক্যের গুরুত্ব অপরিসীম। ইসলামের মৌলিক আহ্বান হচ্ছে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসূল। এই তাওহিদী আহ্বানের মধ্যেই ঐক্যের বীজ নিহিত।

বক্তারা আরো বলেন- ইসলামের আগমনের পূর্বে আরববাসীদের মধ্যে কোন ঐক্য ছিলনা। তাই গোত্রে গোত্রে মারামারি, হানাহানি লেগেই থাকতো। ইসলাম আবির্ভাবের পরে ঐক্য সৃষ্টি হয়। দূর হয় আইয়্যামে জাহেলিয়াতের যুগ। কোরআন সুন্নাহ’র আলোকে ইসলামকে সদা জাগ্রত রাখতে হবে।

Author:

Facebook Comment