রাঙ্গুনিয়া প্রতিনিধি : স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা (ম-দ) শাখার আয়োজনে একদিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) অনুষ্ঠিত টুর্ণামেন্টে উপজেলার বিভিন্ন শাখা ছাত্রসেনার ১২টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় কোদালা ইউনিয়ন ছাত্রসেনা শাখা ক্রিকেট একাদশ রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রসেনা ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সংগঠনের সভাপতি এম. সোহেল তালুকদারের সভাপতিত্বে ও টুর্ণামেন্টের আহবায়ক ফজলুল করিম রিমন ও সচিব এম. আর. মামুনের যৌথ সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার হোসেন। উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসান। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রসেনা’র (ম-দ) সাবেক সভাপতি এম.এ.শাকুর, সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম.ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট’র সিনিয়র সহসভাপতি ক্বারী আবদুল হামিদ নঈমী, রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তরের সহসভাপতি জামাল উদ্দিন, ছাত্রসেনা নেতা নাছির উদ্দিন নাহিদ, রবিউল মোস্তফা রাফি, শাহে এমরান রণি, রবিউল হোসেন, মো. ইমরান, আরিফুল ইসলাম, মুসলেম উদ্দিন জাবেদ, সৈয়দ মো. ইউসুফ, কাইছার আত্তারী প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)