৬ দফা দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন



জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া ::
শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ, নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখায় আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সোমবার(৫ মার্চ) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বহ্নি প্রতাপ বড়–য়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজয় বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক বাদল কান্তি নাথ, সহ-সভাপতি যমুনা তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালেদ মোশারফ, কার্যকরী সদস্য শিল্পী দেওয়ানজি, প্রাক্তন সাধারণ সম্পাদক লাভলু দে, সদস্য আবদুল গফফার, সুলতানা বেগম প্রমুখ। পরে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ কামাল হোসেনের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।

Author:

Facebook Comment