জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইছাখালী সদরের কেন্দ্রিয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে শিশুমেলা মডেল স্কুল মাঠে পুলিশ, আনসার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি।
দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল প্রমুখ।