রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল ও গৃহস্থালী সামগ্রী ছিল। গতকাল বুধবার(২৮ মার্চ) দুপুরে সরফভাটা ইউনিয়নের বদুনী বাপের বাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এসব ত্রাণ বিতরণ করেন। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, ইউপি সদস্য আলমগীর সিকদার, জাহাঙ্গীর আলম, সমাজসেবক আবদুল জব্বার প্রমুখ।
্ইউএনও মোহাম্মদ কামাল হোসেন বলেন, “ সরকারিভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন, চাল ও নগদ টাকা দেয়া হবে।”
গত সোমবার (২৬ মার্চ) দিনগত রাত ২ টার দিকে সরফভাটা ইউনিয়নের বদুনি বাপের বাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ছয় কাঁচা বসতঘর পুড়ে যায়।