নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবি দিদার আলমের নতুন চেম্বারের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়।
আদালতের শাপলা ভবনের ৫ম তলার ৫১২ নম্বর কক্ষের এই চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, এডভোকেট তপন চৌধুরী, এডভোকেট আবদুল লতিফ চৌধুরী, এডভোকেট দিদারুল ইসলাম, এডভোকেট সায়মুর রহমান, এডভোকেট জাফর আলম, এডভোকেট রাহেলা চৌধুরী রেখা, সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন, গোচরা ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।