জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী নাসির উদ্দিন বাবর।
রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী আবদুল জলিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম প্রমুখ।