রাঙ্গুনিয়ার সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান 


জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আহমদ ছৈয়দ এবং দাতা সদস্য বাবু স্বজন কুমার তালুকদার।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

শিক্ষক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষানুরাগী এস.এম কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিম, খোরশেদ আলম সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজসেবক ও শিক্ষানুরাগী কবিয়াল আব্দুল লতিফ, ব্যবসায়ী ফজলুল হক সিকদার, আমিন শরীফ সওদাগর, শিক্ষানুরাগী মোহাম্মদ আইয়ুব, প্রধান শিক্ষক নুরুল আকতার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আরিফুল হাসনাত, শিক্ষানুরাগী হাফেজ আবুল বয়ান, নুর আহমদ, সামশুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গুণির কদর যে সমাজে নেই সে সমাজে গুণির জন্ম হয় না। জিমিয়ে পড়া সমাজে হাতেগুনা কয়েকজন শিক্ষানুরাগী ছিলেন বলেই বর্তমান আধুনিক গতিশীল শিক্ষার বিস্তার লাভ করেছে। তাই গুণীজন সংবর্ধনা প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সুন্দর আগামী গড়তে চাই শিক্ষা। বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে শিক্ষার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

Author:

Facebook Comment