রাঙ্গুনিয়ায় মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত


রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া পৌরসভার মোরাদনগর এলাকার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্ক প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভা শনিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।

শিক্ষক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রাণী বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি আজিজুল ইসলাম, আইয়ুব মাহমুদ, রাসেল চৌধুরী, মো. হোসেন, শিক্ষক শোভা রাণী বড়ুয়া, পারভিন আক্তার, জয়শ্রী দে, তাপসী চৌধুরী বড়ুয়া, খাইরুন নাহার লাহেরী, সংগীতা দাশ, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী সোহেল প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

Author:

Facebook Comment