: জগলুল হুদা, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া পৌরসভার মাসিক সভা রবিবার (৪ মার্চ) পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার।
বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার সচিব আল হেলাল, প্রকৌশলী শফিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, লোকমানুল হক তালুকদার, এনাম উদ্দিন আইয়ুব, আসাদুজ্জামান খাঁন, তারেকুল ইসলাম চৌধুরী, মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম, জেসমিন আক্তার প্রমুখ।
মেয়র বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন বছরে প্রায় ৯৮ শতাংশ রাজস্ব অর্জিত হয়েছে। এছাড়াও পৌরসভার ওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম হয়েছে। এছাড়াও সাত কোটি টাকা ব্যয়ে পৌরসভার অডিটোরিয়াম নির্মাণ, শহর উন্নয়ন প্রকল্প সহ নাগরিকদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে আরও ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’