রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান


জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
আনজুমানে-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের আয়োজনে রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান রাহাতীয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফে বুধবার (২৮ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে।

রাহাতীয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী আল-আশরাফী (মা.জি.আ.) এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের আস্তানায়ে আশরাফীয়া জায়েস শরীফের ইউ পি, শাহজাদা আল্লামা শাহ সৈয়্যদ জামাল আশরাফ আল আশরাফী (মা.জি.আ.)।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ, আল্লামা অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়বী, ড. আবদুল হালিম, ড. মুহাম্মদ লিয়াকত আলী। সংগঠনের মহাসচিব মাওলানা

মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় কনফারেন্সে বক্তব্য রাখেন আল্লামা মুফতি সলিমুল্লাহ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ নঈমী, আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী, কাজী মুহাম্মদ মুসা নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান জামী, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান রেজভী প্রমুখ।

Author:

Facebook Comment