রাঙ্গুনিয়ার একতাসংঘ ক্রিকেট টুর্ণামেন্টে নেছারিয়া একাদশ চ্যাম্পিয়ন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম সরফভাটা একতা সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্ণান্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নেছারিয়া ক্রিকেট একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে নেছারিয়া একাদশ নির্দিষ্ট দশ ওভার শেষে ৯১ রান সংগ্রহ করেন। জবাবে পোমরা ক্রিকেট একাডেমী সম্পূর্ণ ওভার খেলে ৭২ রান নিয়ে পরাজিত হয়। ফলে ১৮ রানের ব্যাবধানে নেছারিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
সোমবার (৫ মার্চ) অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুর রহিম, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম সুজন, ফজলুল হক সিকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক আলী, উত্তরজেলা সৈনিক লীগসহসভাপতি শাহদাত হোসেন তালুকদার, শিক্ষানুরাগী মো. হাশেম, মাহবুব আলম, জামাল উদ্দিন, মো. শহীদুল¬াহ, মো. শোয়েব, মো. বাচ্চু প্রমুখ।

Author:

Facebook Comment