রাঙ্গুনিয়ার ইছামতি স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ 


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী শনিবার (১০মার্চ) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভাপতি পরিচালনা পরিষদ সভাপতি ফজলুল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এম এ চট্টগ্রাম জেলা শাখার সদস্য ডা. সুলতান মাহমুদ তালুকদার।

উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিল লোকমানুল হক তালুকদার।

সংবর্ধিত বিদায়ী অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, পৌর কাউন্সিলর নুর জাহান বেগম, পৌরসভা আ’লীগের সহসভাপতি আজিমুল কদর তালুকদার, ইছামতি ওয়ার্ড আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোকারম হোসেন ,

এডভোকেট মো. দিদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, শিক্ষানুরাগী সেলিম তালুকদার, হুমায়ুন কবির তালুকদার, ইসকান্দর আলী তালুকদার, ফরিদ আহমদ তালুকদার, আরমান তালুকদার, মো. হানিফ রাজু, ডা. সুকুমার মুৎসুদ্দী, মো. দিদার প্রমুখ। 

Author:

Facebook Comment