রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা: প্রতিবাদে সড়ক অবরোধ, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা: প্রতিবাদে সড়ক অবরোধ, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া ::
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খাঁনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৫ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় তার দুই পায়ে গুরুতর যখম সহ পিঠে ও পেটে ১০/১২টা দাঁড়ালো কিরিচের আঘাত সহ মাথা পেটে গেছে বলে জানান আহতের স্বজনরা। আহত মফিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার অনুসারীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকায় সন্ধ্যায় সড়ক অবরোধ করে। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আহত মফিজুর রহমানের বড় ভাই মো. রাসেদ বলেন, মফিজ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে অংশ নিয়ে ফিরছিল। মোটরসাইকেল করে আসার পথে ঘাটচেক রাস্তারমাথা এলাকায় এলে মো. অপু ও তার মামাতো ভাই মো. সোহেল মোটরসাইকেলের গতিরোধ করে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পূর্ব শত্রুতার জের এই হামলা হয় বলে মফিজুর রহমানের ভাই রাসেদ দাবি করেন।'

এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেয়ার চেষ্ঠা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের ধরতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।"
Read More

রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী নাসির উদ্দিন বাবর।

রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী আবদুল জলিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান

জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
আনজুমানে-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের আয়োজনে রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান রাহাতীয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফে বুধবার (২৮ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে।

রাহাতীয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী আল-আশরাফী (মা.জি.আ.) এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের আস্তানায়ে আশরাফীয়া জায়েস শরীফের ইউ পি, শাহজাদা আল্লামা শাহ সৈয়্যদ জামাল আশরাফ আল আশরাফী (মা.জি.আ.)।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ, আল্লামা অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়বী, ড. আবদুল হালিম, ড. মুহাম্মদ লিয়াকত আলী। সংগঠনের মহাসচিব মাওলানা

মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় কনফারেন্সে বক্তব্য রাখেন আল্লামা মুফতি সলিমুল্লাহ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ নঈমী, আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী, কাজী মুহাম্মদ মুসা নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান জামী, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান রেজভী প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল ও গৃহস্থালী সামগ্রী ছিল। গতকাল বুধবার(২৮ মার্চ) দুপুরে সরফভাটা ইউনিয়নের বদুনী বাপের বাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এসব ত্রাণ বিতরণ করেন। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ  ফরিদ উদ্দিন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ  ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, ইউপি সদস্য আলমগীর সিকদার, জাহাঙ্গীর আলম, সমাজসেবক আবদুল জব্বার প্রমুখ।
্ইউএনও মোহাম্মদ কামাল হোসেন বলেন, “ সরকারিভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন, চাল ও নগদ টাকা দেয়া হবে।”
গত সোমবার (২৬ মার্চ) দিনগত রাত ২ টার দিকে সরফভাটা ইউনিয়নের বদুনি বাপের বাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ছয় কাঁচা বসতঘর পুড়ে যায়।

Read More

রাঙ্গুনিয়ার সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান 

রাঙ্গুনিয়ার সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান 

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আহমদ ছৈয়দ এবং দাতা সদস্য বাবু স্বজন কুমার তালুকদার।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

শিক্ষক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষানুরাগী এস.এম কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিম, খোরশেদ আলম সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজসেবক ও শিক্ষানুরাগী কবিয়াল আব্দুল লতিফ, ব্যবসায়ী ফজলুল হক সিকদার, আমিন শরীফ সওদাগর, শিক্ষানুরাগী মোহাম্মদ আইয়ুব, প্রধান শিক্ষক নুরুল আকতার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আরিফুল হাসনাত, শিক্ষানুরাগী হাফেজ আবুল বয়ান, নুর আহমদ, সামশুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গুণির কদর যে সমাজে নেই সে সমাজে গুণির জন্ম হয় না। জিমিয়ে পড়া সমাজে হাতেগুনা কয়েকজন শিক্ষানুরাগী ছিলেন বলেই বর্তমান আধুনিক গতিশীল শিক্ষার বিস্তার লাভ করেছে। তাই গুণীজন সংবর্ধনা প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সুন্দর আগামী গড়তে চাই শিক্ষা। বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে শিক্ষার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
Read More

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রসেনার ক্রিকেট টুর্ণামেন্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রসেনার ক্রিকেট টুর্ণামেন্ট
রাঙ্গুনিয়া প্রতিনিধি : স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা (ম-দ) শাখার আয়োজনে একদিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) অনুষ্ঠিত টুর্ণামেন্টে উপজেলার বিভিন্ন শাখা ছাত্রসেনার ১২টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় কোদালা ইউনিয়ন ছাত্রসেনা শাখা ক্রিকেট একাদশ রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রসেনা ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সংগঠনের সভাপতি এম. সোহেল তালুকদারের সভাপতিত্বে ও টুর্ণামেন্টের আহবায়ক ফজলুল করিম রিমন ও সচিব এম. আর. মামুনের যৌথ সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার হোসেন। উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসান। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রসেনা’র (ম-দ) সাবেক সভাপতি এম.এ.শাকুর, সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম.ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট’র সিনিয়র সহসভাপতি ক্বারী আবদুল হামিদ নঈমী, রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তরের সহসভাপতি জামাল উদ্দিন, ছাত্রসেনা নেতা নাছির উদ্দিন নাহিদ, রবিউল মোস্তফা রাফি, শাহে এমরান রণি, রবিউল হোসেন, মো. ইমরান, আরিফুল ইসলাম, মুসলেম উদ্দিন জাবেদ, সৈয়দ মো. ইউসুফ, কাইছার আত্তারী প্রমুখ। 
Read More

স্বাধীনতা দিবসে হামদর্দ'র বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান 

স্বাধীনতা দিবসে হামদর্দ'র বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান 

রাঙ্গুনিয়া::
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) এর উদ্যোগে দুস্থ ৭০ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বক্তব্য রাখেন হামদর্দ এর এরিয়া ম্যানেজার হাকীম মোহাম্মদ হানিফ, হাকিম নাজমুল হাসান, মেডিকেল প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। 
Read More
স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থিদের উদ্যোগে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, পরিচালনা পরিষদ সদস্য মো. আব্দুল্লাহ, লিয়াকত আলী প্রমুখ। 
Read More

স্বাধীনতা দিবসে নন গেজেটেড সহকারী কর্মকর্তা-কর্মচারীর পুষ্পমাল্য অর্পন

স্বাধীনতা দিবসে নন গেজেটেড সহকারী কর্মকর্তা-কর্মচারীর পুষ্পমাল্য অর্পন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
নন গেজেটেড সহকারী কর্মকর্তা-কর্মচারী ক্লাবের উদ্যোগে উপজেলার ইছাখালী সদরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সংগঠনের সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রমিজ উদ্দিন, সহসম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহসভাপতি দিদারুল ইসলাম, সদস্য আলাউদ্দিন খোকন, আব্দুল খালেক, জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ জন্টু চাকমা, খালেদ মোশারফ, উপদেষ্ঠা উজ্জ্বল কুমার দত্ত, সুবর্ন সাহা, শহীদুল ইসলাম, নেভী আক্তার, খন্দকার আহসান হাবীব, নাসির উদ্দিন, স্বজল কান্তি দে, কৃপন চাকমা, কাঞ্চন চক্রবর্তী, সমীর কান্তি দেব প্রমুখ।
Read More

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পুষ্পমাল্য অর্পন

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পুষ্পমাল্য অর্পন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বর্তমান সহসভাপতি আব্দুস সালাম সওদাগর, ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম, আব্দুল মালেক প্রমুখ।  
Read More

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা 

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা 

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থিদের উদ্যোগে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, পরিচালনা পরিষদ সদস্য মো. আব্দুল্লাহ, লিয়াকত আলী প্রমুখ। 
Read More

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পন

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা সদরের ইছাখালী কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, কৃষি বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া খালু, শ্রম সম্পাদক সাইদুর রহমান মিন্টু, আওয়ামীলীগ নেতা আবু ছালেহ, দিদারুল আলম প্রমুখ। 
Read More

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পন

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পন

রাঙ্গুনিয়া::
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সদরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এসম উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা প্রমুখ।  
Read More

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা


জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইছাখালী সদরের কেন্দ্রিয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে শিশুমেলা মডেল স্কুল মাঠে পুলিশ, আনসার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি।

 দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল প্রমুখ। 
Read More

"স্কুলের একসময়ের চঞ্চল শিক্ষার্থী হয়ে মেতে উঠলেন সবাই"

 "স্কুলের একসময়ের চঞ্চল শিক্ষার্থী হয়ে মেতে উঠলেন সবাই"
   উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে চলছে প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উৎসব। প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীকে ঘিরে পুরো উত্তর রাঙ্গুনিয়ায় এখন উৎসবের আমেজ। রাঙ্গুনিয়ার ইতিহাস, ঐতিহ্য ও আবেগের সঙ্গে মিশে থাকা প্রাচীন বিদ্যাপীঠটির দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছে শুক্রবার (২৩ মার্চ)। তবে এই সুবর্ণজয়ন্তী আয়োজন ঘিরে কয়েকদিন ধরে এলাকায় চলছে সাজ সাজ রব। দুর–দুরান্ত থেকে প্রাক্তন ছাত্র–ছাত্রীদের অনেকেই স্ব–পরিবারে নিজ গ্রামে বেড়াতে এসেছেন।

প্রথমদিন শুক্রবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণে ছিল ঢোলের বাজনা আর নানা বয়সী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আনন্দ-উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। একেকজন যেন কিশোর বয়সের সেই চঞ্চল শিক্ষার্থী। বর্তমানে এঁদের কেউ ডাক্তার-ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকার, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউ বা স্কুল-কলেজের শিক্ষক। কেউ কেউ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। আবার কেউ বা স্বামী-সন্তান-সংসার নিয়ে পাকা গৃহিণী হয়ে সংসার সামলাচ্ছেন। পুনর্মিলনীতে তাঁরা সব পরিচয় ছাড়িয়ে প্রাণের ক্যাম্পাসে ভালবাসার বন্ধনে স্কুলের একসময়ের চঞ্চল শিক্ষার্থী হয়ে মেতে উঠলেন।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালী স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশ নেয় সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। ১ম পর্ব সকাল ১১ টার দিকে মাঠেই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শুরু হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজুল মোস্তফা চৌধুরী।

বক্তব্য দেন প্রাক্তন ছাত্র ও লালা নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন ছাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের মানবসম্পদক বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, প্রাক্তন ছাত্র দক্ষিণ রাজা নগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, প্রাক্তন ছাত্র লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, প্রাক্তন ছাত্র ও আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রাক্তন ছাত্র ফারুক তালুকদার।

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, ‘সব কিছুর উত্তরাধিকার আছে, কিন্তু জ্ঞানের কোনো উত্তরাধিকার নেই, সম্পত্তি ভাগ দিতে হয় কিন্তু জ্ঞান নিজের জন্য , তাতে কাউকে ভাগ দিতে হয়না। জ্ঞান দেশ ও মানুষের কল্যানে আসলে, নিজে আলোকিত হলে তাহলে এ পূনর্মিলনী সার্থক হবে।’

দুপুরে বিরতি পর নিদিষ্ট স্থান থেকে সবাই তাঁদের উপহার সামগ্রী ব্যাগ, ক্রেস্ট ও ম্যাগাজিন বুঝে নেন।

অনুষ্ঠানের ২য় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেন, “উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থী আজ সারাদেশে বিভিন্ন ক্ষেত্রে আলো ছড়াচ্ছে। এভাবে আলোকিত হতে হলে শিক্ষার কোন বিবল্প নেই। উন্নত শিক্ষার পাশাপাশি উন্নত মানুষ সমাজের বড় প্রয়োজন। উন্নত মানুষ ছাড়া উন্নত দেশ আশা করা যায় না।'

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন, পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুরী, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, রাজা নগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার প্রমুখ।

সন্ধ্যায় ব্যান্ড নাঠাই ও খ্যাতনামা টিভি শিল্পী লুইপা’র পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আনন্দ আড্ডায় সবচেয়ে মজা করতে দেখা যায় রাতের সাংস্কৃতিক আয়োজনে। সন্ধ্যার পরে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় নাটিকা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা শেষে দেশিয় গানের তালে পরিবেশিত হয় জমকালো নাচ। এসব পরিবেশনায় মাতোয়ারা হয়ে যায় উপস্থিত হাজারো দর্শক। উপস্থাপক সামি ও স্মিতা চৌধুরী যখন স্পিকারে ঘোষণা করেন স্টেজে আসছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী লুইপা, তখন দর্শকের বাঁধভাঙা জুয়ার আর উম্মাদনা যেন থামানোই যাচ্ছিল না। একে একে তিনি গাইলেন দেশের জনপ্রিয় সব গান।

আজ শনিবার(২৪ মার্চ) পূনর্মিলনীর সমাপনী অনুষ্ঠান সকাল ১০ টা থেকে আড্ডা, স্মৃতি কথার আসর ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। দুপুর ১ টায় মধ্যাহ্নভোজ শেষে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হবে। বিকেল সাড়ে ৩ টার দিকে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠান শেষ হবে।
Read More

রাঙ্গুনিয়ার মুরাদের ঘোনা বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা

রাঙ্গুনিয়ার মুরাদের ঘোনা বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা

রাঙ্গুনিয়া : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাঙ্গুনিয়ার পৌরসভার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, বিদ্যালয়ের সামাজিক মূল্যায়ন কমিটির সভাপতি রাসেল চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আজিজুল ইসলাম, আইয়ুব মাহমুদ, মোহাম্মদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রাণী বড়ুয়া, শিক্ষক তাপস চক্রবর্তী, শোভা রাণী বড়ুয়া, পারভিন আক্তার, জয়শ্রী দে, তাপসী চৌধুরী বড়ুয়া, খাইরুন নাহার লাহেরী, সংগীতা দাশ প্রমুখ। 
Read More

রাঙ্গুনিয়ায় মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

রাঙ্গুনিয়ায় মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া পৌরসভার মোরাদনগর এলাকার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্ক প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভা শনিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।

শিক্ষক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রাণী বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি আজিজুল ইসলাম, আইয়ুব মাহমুদ, রাসেল চৌধুরী, মো. হোসেন, শিক্ষক শোভা রাণী বড়ুয়া, পারভিন আক্তার, জয়শ্রী দে, তাপসী চৌধুরী বড়ুয়া, খাইরুন নাহার লাহেরী, সংগীতা দাশ, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী সোহেল প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 
Read More

রাঙ্গুনিয়ায় ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

রাঙ্গুনিয়ায় ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার হাজী ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভা শনিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পরিচালনা পরিষদ সদস্য কাজী আবু ছালেহ, পৌরসভা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া খালু, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ।

লিংকে ক্লিক করে ভিডিও দেখুন::
https://youtu.be/rxUvrzYYn78
Read More

রাঙ্গুনিয়ায় ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া পৌরসভা ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ইছাখালী রহমানীয়া ইউনুছিয়া মাদ্রাসা মাঠে ইসলামী মহা সম্মেলন বৃহস্পতিবার (১৫ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আল্লামা আবদুল বাসেত খাঁন সিরাজি।

বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী আল-জামেয়াতুল কুরআনিয়া দারুস সুফফাহ'র প্রতিষ্ঠাতা পরিচালক মুফ্তি সিরাজ উল্লাহ আল-মাদানী, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নো'মান জাহাঙ্গীর, ক্বাজী আকতার হোছাইন, আল্লামা হাফেজ হোছাইন, আবদুস সত্তার, জামেয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জাফর সাদেক প্রমুখ।

ইসলামে ঐক্যের গুরুত্ব অপরিসীম। ইসলামের মৌলিক আহ্বান হচ্ছে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসূল। এই তাওহিদী আহ্বানের মধ্যেই ঐক্যের বীজ নিহিত।

বক্তারা আরো বলেন- ইসলামের আগমনের পূর্বে আরববাসীদের মধ্যে কোন ঐক্য ছিলনা। তাই গোত্রে গোত্রে মারামারি, হানাহানি লেগেই থাকতো। ইসলাম আবির্ভাবের পরে ঐক্য সৃষ্টি হয়। দূর হয় আইয়্যামে জাহেলিয়াতের যুগ। কোরআন সুন্নাহ’র আলোকে ইসলামকে সদা জাগ্রত রাখতে হবে।
Read More

রূপসী কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট

রূপসী কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গামাটি থেকে বান্দরবান যাওয়ার পথে মঙ্গলবার (১৩ মার্চ) বিকাল ৩ টার দিকে কাপ্তাইয়ে যাত্রা বিরতি করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট।

তিনি রূপসী কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। অপরূপ সৌন্দর্যের লীলাভুমি, পর্যটন উপশহর খ্যাত কাপ্তাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করতে তাঁকে উৎফুল্ল দেখা যায়।

এসময় তিনি নিজের মুঠোফোন দিয়ে কাপ্তাইয়ের প্রকৃতিকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেন। এসময় উপস্থিত সমবেতদের কাপ্তাইয়ের প্রাকৃতিক দৃশ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তাঁর সাথে ইউ.এস.এ.ইডি’র বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ সংস্থাটির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট কাপ্তাইয়ের বন বিভাগের বনফুল বিশ্রামাগারে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর প্রমুখ।

Read More

এডভোকেট দিদারের চেম্বার উদ্বোধন

এডভোকেট দিদারের চেম্বার উদ্বোধন

নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবি দিদার আলমের নতুন চেম্বারের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়।

আদালতের শাপলা ভবনের ৫ম তলার ৫১২ নম্বর কক্ষের এই চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, এডভোকেট তপন চৌধুরী, এডভোকেট আবদুল লতিফ চৌধুরী, এডভোকেট দিদারুল ইসলাম, এডভোকেট সায়মুর রহমান, এডভোকেট জাফর আলম, এডভোকেট রাহেলা চৌধুরী রেখা, সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন, গোচরা ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইলিয়াছ  প্রমুখ। 
Read More

রাঙ্গুনিয়ার ইছামতি স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ 

রাঙ্গুনিয়ার ইছামতি স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ 

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী শনিবার (১০মার্চ) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভাপতি পরিচালনা পরিষদ সভাপতি ফজলুল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এম এ চট্টগ্রাম জেলা শাখার সদস্য ডা. সুলতান মাহমুদ তালুকদার।

উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিল লোকমানুল হক তালুকদার।

সংবর্ধিত বিদায়ী অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, পৌর কাউন্সিলর নুর জাহান বেগম, পৌরসভা আ’লীগের সহসভাপতি আজিমুল কদর তালুকদার, ইছামতি ওয়ার্ড আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোকারম হোসেন ,

এডভোকেট মো. দিদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, শিক্ষানুরাগী সেলিম তালুকদার, হুমায়ুন কবির তালুকদার, ইসকান্দর আলী তালুকদার, ফরিদ আহমদ তালুকদার, আরমান তালুকদার, মো. হানিফ রাজু, ডা. সুকুমার মুৎসুদ্দী, মো. দিদার প্রমুখ। 
Read More

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ যুব পরিষদের কমিটি গঠন

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ যুব পরিষদের কমিটি গঠন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি শাখার কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে অভিজিত তালুকদার পাপেল সভাপতি ও সুষ্ময় তালুকদার দীপ্ত’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সীমান্ত বড়ুয়া ও সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া ডায়মন্ড স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটিকে বৌদ্ধ ধর্মীয় সমমনা সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
  
Read More

রাঙ্গুনিয়ার ইসলামপুরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ার ইসলামপুরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন স্থানীয় মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুবিন চৌধুরীর সভাপতিত্বে খসরু চৌধুরী ও ইয়াসিন আরাফাতের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। 

উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব চৌধুরী । 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি বখতেয়ার উদ্দীন তালুকদার, সাবেক ছাত্রনেতা সেকান্দর চৌধুরী, 

উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম , সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম কুসুম, শরীফুল ইসলাম সায়মন ,ধর্ম সম্পাদক জাকেরুল ইসলাম জুয়েল, তথ্য ও গবেষনা সম্পাদক জুয়েল তালুকদার, উপ-সম্পাদক মো. আশরাফ, মো. সাহেদ, সদস্য মো.জুলফিকার, জ্যাকশন, 

হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজিজ, দক্ষিন রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিকু, ইসলামপুর ছাত্রলীগনেতা মো. মোরশেদ, তার্জেন, আরমান, আওয়ামীলীগনেতা নুর মোহাম্মদ, সেচ্ছাসেবকলীগের শওকত চৌধুরী, দিদার আলম, কৃষকলীগের আজাদ চৌধুরী, নাসের উদ্দীন প্রমুখ।
Read More

৬ দফা দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

৬ দফা দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন


জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া ::
শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ, নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখায় আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সোমবার(৫ মার্চ) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বহ্নি প্রতাপ বড়–য়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজয় বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক বাদল কান্তি নাথ, সহ-সভাপতি যমুনা তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালেদ মোশারফ, কার্যকরী সদস্য শিল্পী দেওয়ানজি, প্রাক্তন সাধারণ সম্পাদক লাভলু দে, সদস্য আবদুল গফফার, সুলতানা বেগম প্রমুখ। পরে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ কামাল হোসেনের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।
Read More

রাঙ্গুনিয়ার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া পৌরসভার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সোমবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য নাসির উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য আব্দুর রহিম, ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস, শিক্ষক আনন্দ বড়ুয়া প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ার মরিয়মনগর কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ার মরিয়মনগর কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে সোমবার (৫ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা-মনোয়ারা শাখার সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন। প্রধান আলোচক ছিলেন আল আমিন হজ্ব কাফেলার পরিচালক মাওলানা ফজল আহম্মদ কবির, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, রাঙ্গুনিয়া পল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক ইসমাইল হোসেন খোকন, মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য বেদারুল ইসলাম সম্রাট, বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মুহাম্মদ নুরুল আলম, ইকরা ফাউন্ডেশনের মহাসচিব আজিম উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান, উপাধ্যক্ষ জেসমিন আকতার, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য রবিউল মোস্তফা রাফি, মো. রুবায়েত, মাওলানা মহিউদ্দিন, আরেফিন হাসান, রিয়াজুল ইসলাম রাকিব, মো. আলাউদ্দিন প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ার একতাসংঘ ক্রিকেট টুর্ণামেন্টে নেছারিয়া একাদশ চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়ার একতাসংঘ ক্রিকেট টুর্ণামেন্টে নেছারিয়া একাদশ চ্যাম্পিয়ন
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম সরফভাটা একতা সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্ণান্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নেছারিয়া ক্রিকেট একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে নেছারিয়া একাদশ নির্দিষ্ট দশ ওভার শেষে ৯১ রান সংগ্রহ করেন। জবাবে পোমরা ক্রিকেট একাডেমী সম্পূর্ণ ওভার খেলে ৭২ রান নিয়ে পরাজিত হয়। ফলে ১৮ রানের ব্যাবধানে নেছারিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
সোমবার (৫ মার্চ) অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুর রহিম, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম সুজন, ফজলুল হক সিকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক আলী, উত্তরজেলা সৈনিক লীগসহসভাপতি শাহদাত হোসেন তালুকদার, শিক্ষানুরাগী মো. হাশেম, মাহবুব আলম, জামাল উদ্দিন, মো. শহীদুল¬াহ, মো. শোয়েব, মো. বাচ্চু প্রমুখ।
Read More

হামদর্দের মোতোয়াল্লীর ইন্তেকালে রাঙ্গুনিয়া চিকিৎসা কেন্দ্রের শোক

হামদর্দের মোতোয়াল্লীর ইন্তেকালে রাঙ্গুনিয়া চিকিৎসা কেন্দ্রের শোক


জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: হামদর্দ ল্যাবরেটরীজ(ওয়াক্ফ) বাংলাদেশ এর মোতোয়াল্লী মুক্তিযোদ্ধা ড. হাকিম রফিকুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া বিক্রয়  ও চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক, কর্মকর্তা, মেডিকেল প্রতিনিধি ও কর্মচারীরা । তিনি হামদর্দের সিনিয়র পরিচালক (মার্কেটিং), হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বোড অব ট্রাস্টি, হামদর্দ পাবলিক কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান হিসেব দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য রফিকুল ইসলাম ৩ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন। 
Read More

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী
জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) সকালে কর্ণফুলী জুট মিলস লি. ও জাতীয় শ্রমিকলীগ জুটমিল শাখার আয়োজনে র‌্যালীটি জুটমিল গেইট থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে মিলের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী জুট মিলের প্রকল্প প্রধান নুরুল আলম ভূঞা’র সভাপতিত্বে বক্তব্য দেন কর্মকর্তা আবদুর রহিম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আসলাম খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মফজল আহমদ ,মো. ওসমান, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ কর্ণফুলী জুটমিলের সভাপতি ইসকান্দর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দক্ষিণ নোয়াগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল সবুর, নোয়াগাঁও ওয়ার্ড যুবলীগ সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে মিল সচল রাখেন। অথচ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দৈনিক আট ঘন্টা পরিশ্রম করেও তারা তাদের উপযুক্ত পারিশ্রমক পান না। শ্রমিকদের ন্যায্য বেতন আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’
Read More

রাঙ্গুনিয়া পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত



: জগলুল হুদা, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া পৌরসভার মাসিক সভা রবিবার (৪ মার্চ) পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার।

বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার সচিব আল হেলাল, প্রকৌশলী শফিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, লোকমানুল হক তালুকদার, এনাম উদ্দিন আইয়ুব, আসাদুজ্জামান খাঁন, তারেকুল ইসলাম চৌধুরী, মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম, জেসমিন আক্তার প্রমুখ।

মেয়র বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন বছরে প্রায় ৯৮ শতাংশ রাজস্ব অর্জিত হয়েছে।  এছাড়াও পৌরসভার ওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম হয়েছে। এছাড়াও সাত কোটি টাকা ব্যয়ে পৌরসভার অডিটোরিয়াম নির্মাণ, শহর উন্নয়ন প্রকল্প সহ নাগরিকদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে আরও ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
Read More